1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেনী মুহুরী লিও ক্লাবের গ্র‍্যান্ড ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত পরশুরামে প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে- মঞ্জু ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার কলার হ্যান্ডওভার ও ইয়ার লঞ্চিং মিটিং অনুষ্ঠিত ফরিদ উদ্দিন পাটোয়ারী জেলা যুবদলের সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল সোনাগাজী মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ফেনীতে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি রোটারী বর্ষবরণ উপলক্ষে ফেনীতে মৌসুমি ফল ও গাছের চারা বিতরণ সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শহীদ, সম্পাদক রহিম, কোষাধ্যক্ষ হেদায়েত

ফেনীতে কিশোর গ্যাং প্রতিরোধ ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা

প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি ঃ –
ফেনীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কিশোর গ্যাং প্রতিরোধ ও মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও শুভসংঘের উপদেষ্টা সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক গোলাম মোঃ বাতেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকের হোসেন, ড্যাব ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মোবারক হোসেন দুলাল, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক তপম কুমার কর, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারী একরামুল হক ভূঁইয়া,জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, শুভসংঘ ফেনী জেলা সভাপতি জসিম ফরায়েজী।

এসময় প্রধান অতিথি বলেন, এই ব্যাধী নির্মূল করতে সর্বপ্রথম তৃণমূলে (গ্রাম) সচেতন সৃষ্টি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ডোপ-টেস্টকে প্রাধান্য দিতে হবে। ফেনীর সীমান্ত সুরক্ষিত রাখলে মাদকের ব্যাধী যেমন কমে আসবে এবং কিশোরদের রাজনৈতিক আধিপত্য ও ছত্রছায়ায় মুক্ত রাখতে পারলে কিশোর গ্যাং কালচার বন্ধ হবে।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন বলেন, মাদক ও কিশোর গ্যাং একসূত্রে গাঁথা। পারিবারিক শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধ এর মাধ্যমে রাষ্ট্র থেকে এই অপরাধ দূর হবে।

ছাত্র প্রতিনিধি সৌরভ হোসেন শাকিলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি একেএম আব্দুর রহিম, শিক্ষক সমিতির সদস্য সচিব আলমগীর চৌধুরী, নারী সংগঠক মেহেরাজ আরা ক্যামেলিয়া, খেলাফত মজলিসের জেলা জয়েন্ট সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, নিরাপদ সড়ক আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মুহাইমিম তাজিম,সোহরাব হোসেন, আরমান হোসেন রাফি, নুরুল আফছার, জিয়া উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সচেতন মহলের নেতৃবৃন্দ।
শুভসংঘের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেজানুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক তানজিদ শুভ, প্রচার সম্পাদক এ.এস.এম হারুন,শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক মো ইব্রাহিম, ক্রসমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ নোমানসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট