এম রহমান মিয়াজী :-
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে সাংবাদিক ও আগষ্ট বিপ্লবের শহীদদের সম্মানে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক ইফতার মাহফিল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ। এতে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম এবং এড.জামাল উদ্দিন। জেলা প্রচার সেক্রেটারী আ ন ম আবদুর রহিমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, প্রবীন সাংবাদিক আবু তাহের, একেএম আবদুর রহিম, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল ও আগষ্ট বিপ্লবে ফেনীর প্রথম শহীদ ইসতিয়াক আহমদ শ্রাবনের পিতা নেছার উদ্দিন। এছাড়া ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল ও শহর সভাপতি ওমর ফারুক বক্তব্য রাখেন।