1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেনীতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোশ্যাল এইড এর উদ্যোগে সোনাগাজীতে বিদ্যালয়ের ক্লাসরুম সংস্কার কাজের শুভ উদ্বোধন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেনী জেলার কাউন্সিল অধিবেশন ফেনীতে এবি পার্টির গণসংযোগ ফাজিলপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধলিয়ার বালুয়া চৌমুহনীতে দোয়া মাহফিল বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন দাগনভূঁঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফেনীতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদান বিতরণ

গাজায় মুসলিম গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬৭৭ বার পড়া হয়েছে

এম রহমান মিয়াজী :-
গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখা।

শুক্রবার বাদ জুমা ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদ চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসন মানবতার জন্য এক কলঙ্কজনক অধ্যায়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া বলেন, “ইসরায়েলের বর্বর হামলা বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে গণহত্যা বন্ধে প্রস্তাব উত্থাপন ও জরুরি মিটিং আহ্বান করতে হবে। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না।”

জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া বলেন, “নিরীহ ফিলিস্তিনি শিশুদের উপর এ ধরনের নিষ্ঠুর হামলা পৃথিবীর সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। মুসলিম রাষ্ট্রপ্রধানরা কেন এই নৃশংসতা রুখতে এগিয়ে আসছেন না?” তিনি আরও বলেন, “যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল একতরফাভাবে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, যা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।”

সমাবেশে নেতৃবৃন্দ ভারতের মুসলিমবিরোধী নীতিরও তীব্র নিন্দা জানান। তারা বলেন, “ভারতে উগ্রবাদী মোদি সরকারের নির্দেশে মুসলমানদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া, মসজিদ ধ্বংস এবং নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। মুসলমানদের উপর এই নিপীড়ন বন্ধ না হলে ভারতের পণ্য বর্জনসহ বিশ্বব্যাপী প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলা হবে।”

বিক্ষোভে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ফরহাদ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হালিম সোহাগ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি জাহিদ হাসান চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি আলী আহমদ ফোরকান প্রমুখ। ইংরেজি বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি নাদের চৌধুরী।

কেন্দ্রীয় বড় মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খেজুর চত্বরে এসে ইসরায়েলি ও ভারতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করা হয়। শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট