1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেনীতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোশ্যাল এইড এর উদ্যোগে সোনাগাজীতে বিদ্যালয়ের ক্লাসরুম সংস্কার কাজের শুভ উদ্বোধন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেনী জেলার কাউন্সিল অধিবেশন ফেনীতে এবি পার্টির গণসংযোগ ফাজিলপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধলিয়ার বালুয়া চৌমুহনীতে দোয়া মাহফিল বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন দাগনভূঁঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফেনীতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদান বিতরণ

সোনাগাজীতে স্পন্দন স্পোর্টিং ক্লাব এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

সোনাগাজী প্রতিনিধিঃ-
ফেনীর সোনাগাজীতে স্পন্দন স্পোর্টিং ক্লাব এর উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) চরলক্ষ্মীগঞ্জ চৌরাস্তায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ক্লাব সেক্রেটারি রাসেদুল আলম রাসেল এর সভাপতিত্বে মাওলানা শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠান কুরআন তিলাওয়াত এর মাধ্যমে সূচনা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ মুনির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইমান হোসাইন, মো আবু জাফর, ব্যাংকার মসিউর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনির উদ্দিন বলেন, রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন বাকী এগারটি মাস জীবন যাপন করতে পারি। রমজান মাসে কুরআন নাজিল হওযার কারণে, রমজান মাসের গুরুত্ব বেড়ে গিয়েছে। আমরা যদি কুরআন কে আঁকড়ে ধরতে পারি। কুরআনের সাথে সম্পর্ক গড়ি। তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত কল্যাণকর হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগীর পর বিশ্ব মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করবে। ধনী গরীব সবাই সবার সাথে মুলাকাত, কোলাকুলি করবে। আনন্দ ভাগ করে নিবে। এর থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সারা বছর একে অপরের সাথে মিলে মিশে সুখ দুঃখ ভাগ করে নিতে পারি। ঈদ উদযাপনে আমরা যেন, অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি চর্চা না করি। এই দিকে খেয়াল রাখার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্পন্দন স্পোর্টিং ক্লাব নামে ক্লাব হলেও তারা শুধু খেলাধুলার আয়োজন করে না। তাদের উল্লেখযোগ্য কাজ হচ্ছে মানবিক কাজ। মানুষের বিপদ আপদে পাশে থাকে। করনা থেকে শুরু করে ফেনিতে ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো। গরীব দুঃখীদের মাঝে ঈদে উপহার সামগ্রী বিতরণ ।
স্পন্দন স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে সুন্দর সমাজ বিনির্মাণে শান্তি শৃঙ্খলায় রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহ্বান জানান। দলমতের ঊর্ধ্বে উঠে সমাজে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

মুনাজাত পরিচালনা করেন, মাওলানা দ্বীন মোহাম্মদ খাঁন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট