ফুলগাজী প্রতিনিধি :-
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে খেলাফত মজলিস ফুলগাজী উপজেলা শাখার উদ্যোগে "বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে" প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা সফি উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী।
উপজেলা সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ফুলগাজী উপজেলা সেক্রেটারি মুফতি কাসেম নোমানী, খেলাফত মজলিস ফুলগাজী উপজেলার সিনিয়র সহসভাপতি মাওলানা কামাল হোসেন, মাওলানা মোহাম্মদ ইউনুস, অর্থ সম্পাদক মাওলানা আবদুল ওয়াহাব, ইসলামী ছাত্র মজলিস ফুলগাজী উপজেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, মুহাম্মদ আবদুর রহমান।