1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোনাগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের মাঝে মাছের খাদ্য বিতরণ ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫  পেলেন হাসান মালদ্বীপে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট ২০২৫ অ্যাওয়ার্ড পেলেন জাবের দাগনভূঁঞায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সোনাগাজীর নবাবপুরে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ ফেনীতে ইউনিটি এক্সপ্রেসের আউটলেটের উদ্বোধন ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে “নাগরিক সংলাপ” বল্লামূখা বাঁধ ও মুসাপুর ক্লোজার নির্মাণের দাবীতে স্বেচ্ছাসেবকদের কর্মসূচি ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ইউনিসেফের অর্থ সহায়তা প্রদান বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বল্লামূখা বাঁধ ও মুসাপুর ক্লোজার নির্মাণের দাবীতে স্বেচ্ছাসেবকদের কর্মসূচি

প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি :-
ফেনী জেলার বন্যা নিয়ন্ত্রণে পরশুরাম বল্লামুখা টেকসই বাঁধ নির্মাণ, সোনাগাজী উপজেলার নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্থদের দ্রুত পূনর্বাসনের দাবীতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার।

রোববার দুপুরে শহরের ট্রাংক রোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ৫০টির বেশী সংগঠনের ২ শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০’র ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতি হয়েছে আড়াই হাজার কোটি টাকার সম্পদ, নিহত হয়েছে ৩৫ জনের মানুষ। ঘর-বাড়ি হারা হয়েছে হাজার হাজার মানুষ।

সেই ক্ষতি এখনও পোষায়নি। পরশুরামের বল্লামূখা বাঁধটি নির্মাণ করা হচ্ছে দায়সারা ভাবে। এভাবে জোড়াতালি দিয়ে বাঁধ নির্মাণ করলে আবার ভাঙ্গবে। মানুষ আবার ডুববে।

অপরদিকে বন্যায় ভেঙে যাওয়া মুসাপুর ক্লোজারটি না থাকায় নদী ভাঙ্গনে বিলীন হচ্চে জেলার সোনাগাজী, দাগনভূঞাঁ ও নোয়াখালীর বিশাল জনপদ। এভাবে ভাঙ্গতে থাকলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে জনপদের বড় একটি অংশ। ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে অনেক ঘর-বসতি ও অবকাঠামো।

মানববন্ধন ও কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী সরকারের কাছে এ বিষয়ে ব্যবস্থা নিতে স্মারকলিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবকরা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খুরশিদ রহমান সুর্য, সাংবাদিক ও সংগঠক সোলায়মান হাজারী ডালিম , সিনিয়র স্বেচ্ছাসেবক রুবেল তারেক, ফেনী ফুড এন্ড ব্লাড সভাপতি,সেজানুল আলম প্রিয়, নবজীবন রক্তদান ফোরামের সভাপতি মোঃ দাউদ, অগ্রদূত চ্যারেটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল আলম, বিনির্মাণ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জেবল হক, সিন্দুরপুর শান্তি সংঘের সেক্রেটারি রাতুল, ফেনী জেলা ব্লাড গ্রুপের সভাপতি রিয়াজ, সিনিয়র স্বেচ্ছাসেবক মিনহাজ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট