1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেনী মুহুরী লিও ক্লাবের গ্র‍্যান্ড ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত পরশুরামে প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে- মঞ্জু ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার কলার হ্যান্ডওভার ও ইয়ার লঞ্চিং মিটিং অনুষ্ঠিত ফরিদ উদ্দিন পাটোয়ারী জেলা যুবদলের সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল সোনাগাজী মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ফেনীতে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি রোটারী বর্ষবরণ উপলক্ষে ফেনীতে মৌসুমি ফল ও গাছের চারা বিতরণ সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শহীদ, সম্পাদক রহিম, কোষাধ্যক্ষ হেদায়েত

ফেনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে কেরাত প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি :-
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফেনীর উত্তর ফাজিলপুর লস্করতালুকে “শহীদ জিয়া স্মৃতি সংসদ”-এর উদ্যোগে কেরাত প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে বৃহস্পতিবার বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফেনী জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ নুরুল আমিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ফেনী জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোর্শেদ উল্লাহ লিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা এমদাদুল হক।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি পেয়ার আহম্মদ পেয়ার,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম সজিব পাটোয়ারী,ফেনী জেলা এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ,২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হানিফ,ফাজিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন তাঁরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্যে বক্তারা শহীদ জিয়ার দেশপ্রেম, নেতৃত্বগুণ ও অবদানের স্মৃতিচারণ করেন এবং তাঁর আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী জেলার বিভিন্ন ক্বারী সাহেবগন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট