1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেনী মুহুরী লিও ক্লাবের গ্র‍্যান্ড ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত পরশুরামে প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে- মঞ্জু ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার কলার হ্যান্ডওভার ও ইয়ার লঞ্চিং মিটিং অনুষ্ঠিত ফরিদ উদ্দিন পাটোয়ারী জেলা যুবদলের সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল সোনাগাজী মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ফেনীতে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি রোটারী বর্ষবরণ উপলক্ষে ফেনীতে মৌসুমি ফল ও গাছের চারা বিতরণ সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শহীদ, সম্পাদক রহিম, কোষাধ্যক্ষ হেদায়েত

ফেনী সাহিত্য সংসদ-এর আত্মপ্রকাশ আহবায়ক কাজি সিকান্দার, সদস্য সচিব আবু বকর ছিদ্দিক

প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি :-
ফেনী জেলার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নতুন মাত্রা যোগ করে মঙ্গলবার (১০ জুন) ফেনী সাহিত্য সংসদ-এর আত্মপ্রকাশ ঘটেছে। শহরের একটি রেষ্টুরেন্টে ফেনী জেলার লেখক ও সাহিত্যিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাসিক বিকিরণ’র সম্পাদক ও প্রকাশক মাওলানা আবু বকর ছিদ্দিক-এর সভাপতিত্বে এবং কাজী সিকান্দার এর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় লেখালেখি, সাংবাদিকতা, এবং বাংলা ভাষা ও সাহিত্য চর্চার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারী সকলেই ফেনী অঞ্চলে একটি সাহিত্য-সংস্কৃতির সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এর মাধ্যমে ইসলামী মূল্যবোধকে সমুন্নত রেখে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান। কারন তাদের মাঝে ইসলামী মূল্যবোধ বৃদ্ধমান। তারা চাইলে নিজেদেরকে লেখালেখি, সাংবাদিকতা,বাংলা ভাষা ও সাহিত্য চর্চা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে।
সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে “ফেনী সাহিত্য সংসদ” নামে একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন গঠিত হয়। এতে কাজী সিকান্দারকে আহ্বায়ক এবং মাওলানা আবু বকর ছিদ্দিককে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আজিজুল্লাহ আহমদী,তরুণ লেখক মুফতী যাইনুল কাসেমী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মোমিনুল হক, মাওলানা কে এম বেলাল হোসাইন পাটোয়ারী ও দৈনিক মতপ্রকাশ এর ফেনী জেলা প্রতিনিধি মাওলানা জাহিদ হাসান চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, মাওলানা আলাউদ্দিন নুরী এবং মাওলানা এনামুল হক মুসা। এছাড়াও মাওলানা নোমান, মুহা. নূর আহমদ, মাওলানা ইরফান, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা মো. ইয়াহিয়া, মো. আনোয়ার হোসাইন, মাওলানা ইসমাইল বিন সাঈদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহে বাংলা সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এই ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেনী সাহিত্য সংসদ-এর আত্মপ্রকাশ ফেনী জেলার সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট