1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেনী মুহুরী লিও ক্লাবের গ্র‍্যান্ড ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত পরশুরামে প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে- মঞ্জু ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার কলার হ্যান্ডওভার ও ইয়ার লঞ্চিং মিটিং অনুষ্ঠিত ফরিদ উদ্দিন পাটোয়ারী জেলা যুবদলের সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল সোনাগাজী মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ফেনীতে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি রোটারী বর্ষবরণ উপলক্ষে ফেনীতে মৌসুমি ফল ও গাছের চারা বিতরণ সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শহীদ, সম্পাদক রহিম, কোষাধ্যক্ষ হেদায়েত

ফেনী পৌর ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও ঈদ পূণর্মিলনী

প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

ফেনী পৌর ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও ঈদ পূণর্মিলনী-২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাতে ফেনী স্পোর্টস এরিনায় মিনি স্টেডিয়ামে ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে ফেনী পৌর ছাত্রদল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চাম্পিয়ান ও রানারআপ দলের খেলোয়ারদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম. কায়সার এলিন, ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বাহক মুজিবুর রহমান, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি ফখরুদ্দিন সেন্টু, জেলা ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুল ইসলাম আকাশ, জেলা যুবদলের সাবেক যুগ্মসম্পাদক বেলাল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবাহক জুবায়ের হোসেন, দাগনভুইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবাহক আবদুল্লাহ আল মামুন সহ ফেনী জেলা, পৌর ও ৮ নং ওয়ার্ড এর বিএনপি ও অংগ সংগঠনের সিনিয়র নেত্রী বৃন্দ।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য এনাম হোসেন মানিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।

সামাজিক ও সাংস্কৃতিক কাজে বিশেষ অবদান রাখায় ৮ নং ওয়ার্ড এর কৃতি সন্তান মোঃ রুবেল তারেক কে প্রধান অতিথি কর্তৃক বিশেষ সম্মাননা স্মারক প্রধান করা হয়।

প্রধান অতিথি সাইদুর রহমান জুয়েল বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে দূরে থাকতে হলে খেলাধুলার বিকল্প নেই। ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল যে প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করছে তা প্রশংসার দাবি রাখে। এজন্য এই প্রোগ্রামের মূল আয়োজক হিসাবে ৮ নং ওয়ার্ড ও স্বেচ্ছাসেবক দলের সাইফুল, মানিক, রুবেল ও আলিমকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন।
তিনি আরও বলেন, বিগত সময়ে সমাজকে বিভক্তির মাধ্যমে খেলাধুলা থেকে কিশোরদের বিমুখ করে কিশোর গ্যাং কালচার তৈরী করা হয়। আমরা কোন বিবেধ চাইনা, আমরা চাই সবাই একত্রিত হয়ে ক্রীড়া বান্ধব সুন্দর সমাজ গঠনে বাংলাদেশ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল অগ্রনী ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম. কায়সার এলিন বলেন, ভবিষ্যতে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট ক্রীড়া, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠন এর ভাবমূর্তি উজ্জ্বল ও সাংগঠনিক কার্যক্রম কে শক্তিশালী করার জন্য কাজ করার নির্দেশ প্রধান করেন।

বিশেষ অতিথি ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বাহক মুজিবুর রহমান ভবিষ্যতে আরো বড় আয়োজন করে ফেনী পৌরসভার সকল ওয়ার্ড নিয়ে একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন এর অভিব্যক্তি প্রকাশ করেন।

টুর্ণামেন্টের আয়োজক সুত্র জানায়, ফেনী পৌর ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও ঈদ পূণর্মিলনী-২০২৫ আয়োজনে ফেনী পৌর ছাত্রদল, পৌর স্বেচ্ছাসেবক, ৮ নং ওয়ার্ড ছাত্রদল, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নামক ৪ টি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্ট পরিচালিত হয়। টুর্নামেন্টের নকআউট পদ্ধতিতে মোট ৩ ম্যাচ অনুষ্ঠিত হয়। ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বাহক মুজিবুর রহমান উক্ত খেলার উদ্ভোদন ঘোষণা করেন। সকলের উপস্থিতিতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পাঠের মাধ্যমে খেলার কার্যক্রম শুরু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট