শহর প্রতিনিধি :-
শনিবার (২১ জুন) বিকেলে সেন্ট্রাল প্লাজার ষষ্ঠ তলায় কমপেক্ট ইনস্টিটিউট'র হল রুমে কমপেক্ট ইনস্টিটিউট ফেনীর আয়োজনে ও আই.টি পার্ক এর সহযোগিতায় Mobile Apps তৈরির প্রশিক্ষণের শুভ উদ্বাধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কমপেক্ট ইনস্টিটিউট'র অধ্যক্ষ লিয়াকত আলী আরমান এর সভাপতিত্বে ও কমপেক্ট ইনস্টিটিউট'র ট্রেইনার রাতুল হাছান মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহ উল-ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিভা যুব সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলাম,
নারীর স্বপ্নে ঘেরা ফাউন্ডেশনর সভাপতি লাকি আক্তার শোভা, জি.ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনর সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদ হোসেন, পিয়াঙ্গন ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান শাহাৎ হোসেন লিটন, আই.টি পার্ক মহিপাল ফেনী সি.ই.ও মোঃ এমরান হোসেন, এম.ডি মোঃ শরীফ আহম্মদ পলাশ, জসিম উদ্দিন যুব মহিলা ও শিশু কল্যান ফাউন্ডেশনর সভাপতি রাজিয়া সুলতানা সুমি।
অনুষ্ঠানে ২১ জন প্রশিক্ষনার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।