সোনাগাজী প্রতিনিধি ঃ-
ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ। কংগ্রেসে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মোস্তফা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. হিজবুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ।কর্মসূচিতে কৃষকদের পুষ্টিকর খাদ্য উৎপাদন, উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা এবং জলবায়ু সহনশীল কৃষিপ্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। এতে অংশগ্রহণকারীরা কৃষির আধুনিকায়ন এবং মাঠ পর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার ১২ টি পার্টনার ফিল্ড স্কুল এর সদস্য, রাজনীতিবিদ, সুশীল সমাজ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত কৃষি উপসহকারী, গণমাধ্যমকর্মী এবং কৃষক কৃষাণীবৃন্দ।