নিজস্ব প্রতিনিধি :-
সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. মোহাম্মদ নিজাম উদ্দিন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আরিফুর রহমান আরিফ ও অভিভাবক সদস্য শহিদুল ইসলাম। সহকারী অধ্যাপক আমির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ফারুক আহমেদ। মিলাদ শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।