মহিউদ্দিন পারভেজ :-
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার কলার হ্যান্ডওভার ও ইয়ার লঞ্চিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) শহরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সদ্য বিদায়ী সভাপতি রোটার্যাক্টর আমিনুল ইসলাম ২০২৫-২৬ রোটাবর্ষের সভাপতি রোটার্যাক্টর মাহিউদ্দিন পারভেজকে কলার হস্তান্তর করেন এবং সেক্রেটারি রোটার্যাক্টর আবু সাহেদকে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ফেনী অপরূপার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এ.কে.এম সাইফুল ইসলাম মজুমদার, পি.পি তাহামিনা ফেরদৌস লাবনী, রোটারিয়ান কামরুল হাসান, প্রাক্তন ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পিডিআরআর রোটার্যাক্টর শরীফুল ইসলাম অপু, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের পিপি সাহাবুদ্দিন ভূইয়া, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্বের চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দিপুল, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী গভ কলেজের পিপি ওসমান গণি রাসেল, পিপি নাজমুদ্দিন জিকো।
এছাড়াও রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার পাস্ট প্রেসিডেন্ট রোটার্যাক্টর আব্বাস উদ্দিন মোহন, হৃদয় সাহা ও আমিনুল ইসলাম ফিরোজ সহ ফেনী অপরূপার সদস্যরাও উপস্থিত ছিলেন।