পরশুরাম প্রতিনিধি :-
ফেনীর পরশুরামে ক্ষুদ্র, প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানে নারিকেল চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৪ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব চারা বিতরণ করা হয়। কৃষকদের মাঝে ৯শ ও প্রতিষ্ঠানগুলোতে ৪শ নারিকেল চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান প্রমুখ।