শহর প্রতিনিধি :-
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার ১৫২ তম নিয়মিত সভা শুক্রবার (১লা আগস্ট) শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট রোটার্যাক্টর মাহিউদ্দিন পারভেজ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটার্যাক্টর আব্বাস উদ্দিন মোহন, হৃদয় সাহা, আমিনুল ইসলাম ফিরোজ। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রোটার্যাক্ট ক্লাব অব রূপকথা পাবনার পাস্ট প্রেসিডেন্ট রোটার্যাক্টর রায়হান সোবহান ও আই.পি.পি রোটার্যাক্টর রুকাইয়া বুলবুল৷ এছাড়াও অপরূপার অন্যান্য সদস্যরা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সভাপতি মাহিউদ্দিন পারভেজ ক্লাবের সমাজসেবামূলক এজেন্ডাগুলো পেশ করেন এবং তা বাস্তবায়নে সবার মতামত গ্রহন করেন। পাশাপাশি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটার্যাক্টর আব্বাস উদ্দিন মোহন নবাগত ক্লাব মেম্বারদের দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।