দাগনভূঁঞা প্রতিনিধি:- ফেনীর দাগনভূঁঞা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা স,ম আজহারুল ইসলাম এর সাথে রবিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ এবং দাগনভূঁঞার বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকে ফেনী-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।
খেলাফত মজলিস দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল মিয়া, সহ-সভাপতি জহিরুল ইসলাম পাবেল, সেক্রেটারি মাওলানা নুরুল আফসার মুরাদ প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় বিগত সময়ে সহযোগিতা করায় বিদায়ী ইউএনও স,ম আজহারুল ইসলামকে ধন্যবাদ জানান। এ ছাড়া নতুন ইউএনও শাহিদুল ইসলামকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।