1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ফেনীতে আনসার ভিডিপির উদ্যেগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফুলগাজীতে মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা ফেনীতে আনসার ভিডিপির বনায়ন ও চারা বিতরণ ফেনীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ ফেনী জেলার আহবায়ক আলাউদ্দিন নুরী, সদস্য সচিব আবদুল ফাত্তাহ ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশ সফল করার লক্ষ্যে যৌথ বৈঠক বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি

প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি :-

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফেনীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি বাস্তবায়নে ছিল ফেনীর সিভিল সার্জন অফিস। সহযোগিতা করেছে ক্যামেলিয়া জাগো নারী উন্নয়ন সংস্থা ও প্রতিভা যুব সংস্থা। আয়োজনে ছিলেন জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক (অ.দা.) সাইফউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মুহাম্মদ হিলালুদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাইফুল ইসলাম, ফেনী জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী আরমান, সাধারণ সম্পাদক সিদ্দিক আল মামুন, প্রশিক্ষক (কম্পিউটার) স্বপন চন্দ্র দেবনাথ, প্রশিক্ষক (আরএসি) সাইফুল ইসলাম, প্রতিভা যুব সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলাম, ক্যামেলিয়া জাগো নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মেহেরাজ আরা ক্যামেলিয়া, রক্তদাতা আব্দুল হান্নান প্রমুখ।

আয়োজকরা জানান, রক্তদানের মাধ্যমে তরুণদের মানবসেবায় সম্পৃক্ত করা এবং স্বেচ্ছাসেবার চেতনা জাগিয়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন যুব সংগঠনের সদস্যরা।

রক্তদান কর্মসূচির বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণির মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। এতে যেমন অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত রোগীরা জীবন ফিরে পায়, তেমনি নিয়মিত রক্তদানে দাতার শারীরিক সুস্থতার জন্যও উপকারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট