ফেনী প্রতিনিধি :-
সারা দেশের এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করনের দাবিতে আন্দোলনরত অন্যতম সমিতি “বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC) ফেনী জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
০৯ আগস্ট’ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত এ কমিটিতে মুহাম্মদ মোশাররফ হোছাইন (সি. শিক্ষক, কাজিরবাগ হাজী দোস্ত মুহম্মদ উচ্চ বিদ্যালয়, ফেনী সদর,ফেনী) কে আহবায়ক এবং মোহাম্মদ দাউদ (সিঃ শিক্ষক,রতনপুর হাজী ছৈয়দের রহমান উচ্চ বিদ্যালয়,ফেনী সদর,ফেনী) কে সদস্য সচিব করে ৯সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, পরবর্তিতে প্রতিটি উপজেলায় আহবায়ক কমিটি গঠিত হবে বলে কেন্দ্রীয় কমিটি জানিয়েছেন।
বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC) কেন্দ্রীয় কমিটি কর্তৃক’ফেনী জেলা আহবায়ক কমিটি” ঘোষণা করায় নব ঘোষিত “ফেনী জেলা আহবায়ক” কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও শুভেচছা জানিয়েছেন।