1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেনীতে আনসার ভিডিপির উদ্যেগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফুলগাজীতে মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা ফেনীতে আনসার ভিডিপির বনায়ন ও চারা বিতরণ ফেনীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ ফেনী জেলার আহবায়ক আলাউদ্দিন নুরী, সদস্য সচিব আবদুল ফাত্তাহ ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশ সফল করার লক্ষ্যে যৌথ বৈঠক বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, অনেকেই জানতে চাইছেন তিনি নির্বাচন করবেন কি না। তিনি জানিয়েছেন, “হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচনে অংশ নেব।”

তিনি আরও উল্লেখ করেন, আমাদের দল নতুন ও বিকাশমান। এখনো সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয় এবং অর্থনৈতিক ভিত্তি পুরোপুরি তৈরি হয়নি। তাই কিছু মানুষ বলবেন, “জামানত হারাবেন”, আবার কেউ কেউ মনে করতে পারেন, “মেম্বারও হতে পারছেন কি না দেখুন।” কিন্তু কিছু লোক বলবে, সাফল্য রাতারাতি আসে না। নতুন কোনো উদ্যোগ শুরু করতে শূন্য থেকেই শুরু করতে হয়।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, সমালোচনা ও উৎসাহ—দুটি বিষয়ই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সেগুলোর ভারসাম্য বজায় রেখে ধীরে ধীরে অগ্রসর হলে আজকের ক্ষুদ্র উদ্যোগ ভবিষ্যতে বৃহৎ পরিসরে ফলাফল দিতে পারে। নতুন রাজনৈতিক উদ্যোগ গ্রহণের সময় তিনি নিজে প্রবল বিরোধিতা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। অল্প সংখ্যক মানুষ কাঁধে হাত রেখে উৎসাহ দিয়েছিলেন যে, পৃথিবীর অধিকাংশ উদ্যোগই অল্প দিয়ে শুরু হয়।

মজিবুর রহমান মঞ্জু আরও জানান, সামনে চমকপ্রদ কিছু ঘটনা ঘটবে। তিনি বলেন, “অনেক বিষয় আমি জানি, তবে তার দুটি দিক আছে—একটি সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ, অন্যটি কন্টকময় পথ পাড়ি দিয়ে টেকসই সাফল্য অর্জন। এসব নিয়ে বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই।” তবে আজ পবিত্র জুমার দিনে শুধু এটুকুই জানালেন যে, যদি নির্বাচন হয়, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, পতিত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দমন-পীড়নের কারণে কারাভোগ করেছেন মজিবুর রহমান মঞ্জু। গত ৫ আগস্ট তিনি নিজ জেলা ফেনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট