শহর প্রতিনিধি :- ফেনীতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৯ আগষ্ট (শুক্রবার) দিনব্যাপী ফেনী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বান্দরবন থেকে আগত পরিষদের সভাপতি কবি সাহিত্যিক গীতিকার নীলিমা আক্তার নীলার সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি কবি ও সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জর্জ কোর্টের এপিপি এডভোকেট এমদাদ হোসাইন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক মোঃ শাহজাহান মজুমদার, ঢাকা থেকে আগত প্রেসিডিয়াম সদস্য কবি ও সাহিত্যিক রহিমা আক্তার রিমা ও কবি সাহিত্যিক ও প্রকাশক লিপি আক্তার, কবি ও সাহিত্যিক প্রফেসর মোজাম্মেল হক, কবি ও সাহিত্যিক নাস্রিন জেরিন, কবি, সাহিত্যিক ও সংগঠক ফরিদা আক্তার মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শোয়েব মজুমদার, সাংগঠনিক সম্পাদক কবি ও সংগঠক সাইফুল ইসলাম।
অনিন্দ নাথ চক্রবর্তী তমার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি কবি ও সংগঠক মাহবুবুল হক এলাহী, কবি এএসএম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক এমএ মতিন কবি ও সংগঠক সাইফুল আলম, কবি ও শিক্ষক সুমন ইসলাম, মিজানুর রহমার পঞ্চায়েত, মাষ্টার আবুল কাসেম, কবি ও মানবাধিকার ঝন্টু বড়ুয়া, কালচারাল অফিসের একাউন্টেন্ট অহিদ উল্লাহ, কবি রেহানা আক্তার। এছাড়াও কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি ও উপস্থিত কবি সাহিত্যিকগণ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান এবং কবিতা আবৃত্তি করেন। এসময় কবি সাহিত্যিকদের ছেলে মেয়েরা সুন্দর সুন্দর গান পরিবেশন করেন।
পবিত্র কোরআন তেলাওয়াত, গিতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরম্ভ হয়ে অতিথিদের উত্তরিও, ব্যাচ পরিধান, ফুল দিয়ে বরন ও দুপুরে লাঞ্চ পরিবেশন এবং অতিথি ও পরিষদের সকল সদস্যদের ক্রেষ্ট প্রধানের মধ্য দিয়ে একটি সফল অনুষ্ঠানের সমাপ্তি হয়।