শহর প্রতিনিধি :-
ফেনী সদর হাসপাতাল মোড়ের ট্রাপ এক্সপ্রেস মাঠে সোমবার বর্ণাঢ্য আয়োজনে মুকবুল আহমেদ স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) এবং ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তপন কুমার কর।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সদস্য খুরশিদ আলম হারুন ও ইসমাইল হোসেন রতন, ফেনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবু তালেব ভূঁইয়া, ফেনী পৌর কৃষকদলের আহবায়ক খুরশিদ আলম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইউম রিপন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক একরামুল হক ফয়সাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম হেলাল ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলার বিকাশে এ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ ফেনীর ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে। উল্লেখ্য, ১লা সেপ্টেম্বর ২০২৫ সালে প্রতিষ্ঠিত মুকবুল আহমেদ স্পোর্টিং ক্লাবের পরিচালক ও প্রতিষ্ঠাতা আসিফ মুনতাসির তিলক। বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন শাহাদাত হোসেন দুলাল, দেলোয়ার হোসেন বাবুল, আরাফাত হোসেন, আব্দুল কাইউম রিপন ও একরামুল হক ফয়সাল। ক্লাবের উপদেষ্টা কমিটি ধীরে ধীরে সম্প্রসারণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।