সোনাগাজী প্রতিনিধি :-
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সোনাগাজী উপজেলা শাখার নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলী ও নেতৃবৃন্দের পরিচিতি সভা বৃহস্পতিবার বিকালে পৌর শহরের হারবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিটির সভাপতি মোঃ মনির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সাইবার দলের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সোনাগাজী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াসিন কমিশনার, ফেনী জেলা সাইবার দলের সহ-সভাপতি মনির আহমেদ।
উপজেলা সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ খানের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভা ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন হৃদয় সহ উপজেলা সাইবার দলের নেতৃবৃন্দ। প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মোঃ জামশেদ আলম আরমান, জেলা সাইবার দলের সহ সভাপতি আজমল সুমন, মোঃ সেহেল, আশিকুল ইসলাম যুক্ত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাইবার দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।