সদর প্রতিনিধি :-
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাটে প্রীতি ফুটবল ম্যাচে ফেনী ব্লাড গ্রুপকে ৪-৩ গোলে হারিয়েছে লস্করহাট ব্লাড ডোনেট এসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) লস্করহাট সতীশ চন্দ্র লাহা ইনস্টিটিউট মাঠে লস্করহাট ব্লাড ডোনেট এসোসিয়েশনের আয়োজনে সভাপতি ফাহাদ হোসেন সুমনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন।
সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লস্করহাট ব্লাড ডোনেট এসোসিয়েশনের উপদেষ্টা ও শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের কলেজ শাখার পরিচালক আবদুল মান্নাফ সৌরভ, জেলা ছাত্রদলের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম ফরহাদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক কামরুল ইসলাম তারেক ও রক্তদাতা মিনহাজ উদ্দিন।
অতিথিরা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের হাতে রানারআপ ট্রপি প্রদান করেন। এ সময় সর্বোচ্চ গোলদাতা ফারহান হোসেনকে মেডেল দেওয়া হয়।