শহর প্রতিনিধি :-
বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখার নির্বাচনে অ্যাড. গোলাম কিবরিয়া ভূঁঞাকে সভাপতি এবং অ্যাড. শাহজালাল ভূঁঞা (সবুজ) কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
নির্বাচনে অন্য কোনো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা না করায় কিবরিয়া-সবুজ প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়। ১৯ সদস্যের কার্যকরী কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্যরা হলেন- প্রধান উপদেষ্টা অ্যাড. মোঃ ফরিদ উদ্দিন খাঁন (নয়ন), উপদেষ্টা পদে অ্যাড. মোঃ বোরহান উদ্দিন চৌধুরী, অ্যাড. মীর মোশারফ হোসেন মানিক, আইটিপি. নিজাম উদ্দিন (জসিম), অ্যাড. জাহিদ হোসেন কমল।
সিঃ সহ সভাপতি- অ্যাড. মোঃ সিরাজুল ইসলাম মিন্টু, সহ সভাপতি- অ্যাড. এস. এম নাজমুল হক, অ্যাড. মোঃ শরীফুল ইসলাম, অ্যাড. ইমাম উদ্দিন ভূঁঞা, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাড. লায়লা আর্জুমান আরা, যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাড. মোহাম্মদ ইউসুফ, এ.এস.এম ফখরুদ্দিন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক- অ্যাড. মোশারফ হোসেন খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক- অ্যাড. রাশেদ-উল-হক ভূঁঞা, প্রচার সম্পাদক- আইটিপি মোঃ ইকবাল হোসেন সুজন, সহ প্রচার সম্পাদক- অ্যাড. ইয়াসিন আরাফাত (তারেক), অর্থ সম্পাদক- অ্যাড. মোহাম্মদ ইউসুফ (টিপু), দপ্তর সম্পাদক- অ্যাড. মোঃ মনির উদ্দিন সোহাগ, ১নং সদস্য- অ্যাড. হুমায়ুন কবির বাদল, সদস্য- আইটিপি ইয়াছিন কবির মজুমদার, আইটিপি. তারেকুল ইসলাম (রাজন), অ্যাড. রফিকুল আলম আশিক।
গত ৭ সেপ্টেম্বর এই নির্বাচনের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে অন্য কোনো প্যানেল না থাকায় কিবরিয়া- সবুজ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি অ্যাড. মো. ফরিদ উদ্দিন খাঁন নয়ন এবং নির্বাচন কমিশনার অ্যাড. মো. বোরহান উদ্দিন চৌধুরী।
নবনির্বাচিত কমিটির তালিকাটি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সত্যায়ন করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে ১৫১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।