প্রেস বিজ্ঞপ্তি:-
ফেনী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফেনী ভিক্টোরিয়া কলেজের পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক ফজলুল হক
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে নতুন সভাপতিকে বরণ করে নেন কলেজের পরিচালক ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদ্য সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, রমজান আলী ভূঁইয়া, সাংবাদিক জাফর উল্লাহ, মাইনুদ্দিন, শাহ ওয়ালিউল্লাহ মানিক, সেলিনা আক্তার সহ আরো অনেকে।
অধ্যাপক ফজলুল হক বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত, তিনি ফেনী ভিক্টোরিয়া কলেজের পাশাপাশি ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্বে রয়েছেন।