ছাগলনাইয়া প্রতিনিধি :-
ছাগলনাইয়া উপজেলায় কলেজ পর্যায় গুণী শিক্ষক-২০২৫ নির্বাচিত হয়েছেন চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মোর্শেদ হোসেন।
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কলেজ,মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে একজন করে গুণী শিক্ষক নির্বাচন করা হবে।ছাগলনাইয়া উপজেলা পর্যায়ে গত ১১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার সাক্ষাৎকার ও কাগজ পত্র যাচাই বাচাই করে কলেজ পর্যায়ে চাঁদগাজী কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মোর্শেদ হোসেনকে নির্বাচিত করেন।
গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া নাম্বারিং এর মধ্যে ছিল শিক্ষাগত যোগ্যতা, নৈতিকতা, ক্লাস পারফরম্যান্স, সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থীর নিকট গ্রহণ যোগ্যতা, জার্নালে লেখা প্রকাশ,স্বীকৃতি বা সম্মাননা, পত্রিকায় লেখা প্রকাশ,সমাজ সংস্কারে অবদান, সামাজিক ও মানবিক সংস্থার সাথে যুক্ত,প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ও মানবিক সহযোগিতা ইত্যাদি।
গুণী শিক্ষক মোর্শেদ হোসেন
শিক্ষকতাকে মহান পেশা হিসেবে নিয়েও মানবতাকে জীবনের পরম ব্রত হিসেবে নিয়ে নিরন্তর ছুটে চলা একজন মানুষ।
কাজ আর কাজ-সবার জীবনে প্রেরণায় মহিয়ান এবং সততা নিষ্ঠা আর বক্তব্যে বলিয়ান একজন আপোষহীন মানুষ লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন। জীবনের দীর্ঘ ২৪ বছর একটানা সামাজকর্মে সম্পৃক্ত থেকে দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহণযোগ্য হয়ে উঠার এক জলন্ত উদাহরণ।
তিনি আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল এর অন্যতম ক্লাব ’লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। এই মহৎ জীবনকর্মী একাধারে শিক্ষক সংগঠনের উচ্চপদস্থ নেতাও।
দায়িত্বশীলতায় অবিচল ও যোগ্য নেতৃত্বের অধিকারী প্রভাষক মোর্শেদ হোসেন ২০১৭ সালে ফেনী জেলার কলেজ শিক্ষকদের কল্যাণে ’ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতি’ গঠন করেন এবং অদ্যাবধি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বাধীন জাতীয় পর্যায়ের শিক্ষক সংগঠন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে ২০১৮ সাল থেকে অদ্যাবধি দায়িত্বরত রয়েছেন। তিনি সুশাসনের জন্য নাগরিক- সুজন এর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং ফেনীতে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পি এফজি এর ফেনী সদর উপজেলার সমন্বয়কারি হিসেবে এবং সুনাগরিক ফোরাম ফেনীর প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি ও শমসের গাজী চর্চা কেন্দ্রের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফেনী জেলার তরুণ সমাজকর্মীরা, যারা আগামীদিনে একটি সুন্দর, নান্দনিক, বাসযোগ্য, আলোকিত ও মানবিক ফেনী বিনির্মাণে কাজ করছেন- তাদের সংগঠনগুলোর উপদেষ্টা হিসেবে প্রথম পছন্দের তালিকায় তাঁকেই রাখেন।
লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন ফেনী জেলার অরাজনৈতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে নের্ত্বত্ব্ দিয়ে জেলার উন্নয়ন ও অগ্রযাত্রায় গৌরবময় ভ’মিকা পালন করে যাচ্ছেন। তিনি ’আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান’, ’সীতাকুন্ড ব্লাড ডোনেট গ্রুপ’, ’ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন’, ’ওয়েলফেয়ার হিউমেনিটি’, ’পূর্ব ঘোপাল একতা সংসদ’, ইয়ুথ চেঞ্জ সোসাইটি বিডি এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর হাতে ফেনীতে প্রথম আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব যাত্রা শুরু করে।
ইতোমধ্যে সমাজসেবায় জাতীয় পর্যায়ে ২০১৭ সালে শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি সম্মাননা ২০১৭ এবং ২০২৫ সালে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন এর আয়োজনে আউট স্ট্যান্ডিং সাকসেস এওয়ার্ড ২০২৫ তিনি অর্জন করেছেন।
সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব মোর্শেদ হোসেন বিগত ২০১৯ এর মহামারি করোনা এবং ২০২৪ এর ভয়াবহ বন্যার একজন সাহসী সক্রিয় যোদ্ধা। এই মহামারি ও বন্যায় তিনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষ আর মানবতার পাশে দাঁড়িয়েছিলেন।
আদর্শ আর আন্তরিকতায় নিবেদিত মানুষ মোর্শেদ হোসেন ফেনী জেলার ছাগলনাইয়ার উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামের বিদ্যালয় থেকে প্রাথমিক মাধ্যমিক শেষ করে নিজামপুর কলেজ থেকে আইএসসি, ফেনী সরকারি কলেজ থেকে অনার্স ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
বহুমুখী প্রতিভাধর, বরেণ্য শিক্ষক মোর্শেদ হোসেন ২০০৫ সালে সোনাগাজী এনায়েত উল্লাহ মহিলা কলেজের প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। অতপর নোয়খালীর কোম্পানিগঞ্জ জৈতুন নাহার কাদের মহিলা কলেজের প্রভাষক ছিলেন। তিনি ২০১৫ সাল থেকে অদ্যবধি ছাগলনাইয়া উপজেলার সুনামধন্য চাঁদগাজী কলেজে শিক্ষকতায় নিবেদিত আছেন।