বিশেষ প্রতিনিধি :-
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে এবি পার্টির জেলা কার্যালয়ে শর্শদি ইউনিয়ন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এবি পার্টির কার্যক্রম গতিশীল ও সম্প্রসারণ করার লক্ষ্য ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা কল্যান রাষ্ট্র গঠনে এবং রাষ্ট্র মেরামতে এবি পার্টির অগ্রণী ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বর্তমান সমসাময়িক রাজনীতিতে এবি পার্টির গুরুত্ব তুলে ধরে বলেন, এবি পার্টি বর্তমান রাষ্ট্র কাঠামোতে সমস্যা এবং সমাধানের রাজনীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, তা ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল প্রদর্শন করতে পারেনি বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে এবি পার্টির যে তিনটি মূলনীতি রয়েছে যেমন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই তিনটি মূলনীতি প্রতিপাদ্য বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল।
এবি পার্টি সদর উপজেলা আহবায়ক শাহাদাত হোসেন ভূঁঞার সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল হক সাইদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন এবিপার্টি ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকি, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাষ্টার শাহ আলম শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, শর্শদি ইউনিয়ন আহবায়ক মোস্তাফিজুর রহমান পারভেজ সহ নেতৃবৃন্দ।