শহর প্রতিনিধি:-
মাদক প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা শনিবার ২০ সেপ্টেম্বর আমরা ফেনীবাসী এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
সংগঠনের সভাপতি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আবদুর রহিম,ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান, ফেনী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আইউব, হেফাজতে ইসলামের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মহি উদ্দিন খন্দকার, ফেনী মডেল কলেজের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম বাদল, ইসলামী আন্দোলন ফেনী জেলা সভাপতি মাওলানা এনামুল হক, জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার সহ-সেক্রেটারী মিজানুর রহমান, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্যাহ, গণ অধিকার পরিষদের নেতা রেজাউল করিম প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক হচ্ছে ক্যান্সারের মতো। মাদকাসক্ত ব্যাক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের শত্রু। তাই সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদক প্রতিরোধ করতে হবে।