ফেনী প্রতিনিধি:- নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে জাতীয় দৈনিক ‘আজকের দর্পণ’-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শহরের একটি অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দৈনিক নবচেতনার প্রতিনিধি সাহেদ চৌধুরী-এর সভাপতিত্বে এবং ‘আজকের দর্পণ’-এর জেলা প্রতিনিধি রাজিব মাসুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষকদলের সহ-সভাপতি আবুল হোসেন আবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক নূর তানজিলা রহমান, দাগনভূঁঞা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি ইমাম হাছান কচি, ফেনী জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল মাহমুদ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি ইয়াছিন আরাফাত।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর শাহাদাত হোসেন, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি এনামুল হক বাদশা, দৈনিক নবচেতনা পাঠক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম, ইয়ুথ এইড সোসাইটির পরিচালক কাজী আরমান, বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হক সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে ‘আজকের দর্পণ’-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।