শহর প্রতিনিধিঃ-
ফেনী পৌরসভার কনফারেন্স রুমে ফেনীর মৎস্য আড়ৎ-এর ব্যবসায়ীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মাছের আড়তটি অন্যত্র স্থানান্তর বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী তিন মাসের মধ্যে মাছের আড়তটি অন্যত্র স্থানান্তর বিষয়ে সকল মহল একমত হন।
ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন। এ সময় আরো বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য আড়তের মালিক ও ব্যবসায়ী প্রতিনিধি।