1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিদ্দিক আল মামুন সম্পাদিত ‘দৈনিক আলোকিত গণমাধ্যম’-এর ডিক্লারেশন লাভ ৯ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আয়োজন উপলক্ষে ফেনীতে সাধারণ সভা অনুষ্ঠিত চরমজলিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সমাবেশ অনুষ্ঠিত ফেনী ছাগলনাইয়ায় ৪০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি ফুলগাজীতে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা সভা ফেনী তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা সোনাগাজীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত নেয়াজপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের নতুন অফিস উদ্বোধন বর্ণিল আয়োজনে মমারিজপুর হাইস্কুলের সুবর্ণজয়ন্তীতে নবীন প্রবীণের মিলন মেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, দাগনভূঁঞা উপজেলার আলোচনা ও পরিচিতি সভা

বর্ণিল আয়োজনে মমারিজপুর হাইস্কুলের সুবর্ণজয়ন্তীতে নবীন প্রবীণের মিলন মেলা

প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি :-

বর্ণিল আয়োজনে ফেনীর দাগনভূঞার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শনিবার (৪ অক্টোবর) নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বর্ণিল সাজে সাজানো হয় স্কুল প্রাঙ্গণসহ আশপাশের এলাকা। এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়েবুল হক, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তাবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব মতিউর রহমান চৌধুরী পলাশ এবং সাংস্কৃতিক কর্মী আশরাফুল হক আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, মমারিজপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রহিম, উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মাঈন উদ্দিন খাজু ও যুগ্ম সদস্য সচিব আবদুল কাইয়ুম দুলাল প্রমুখ।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটা, বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং দাতা সম্মাননা, প্রাক্তন সদস্যদের শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ফোক শিল্পী সুকুমার বাউল গান পরিবেশন করবে।

অনুষ্ঠানে আগত ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী নুরুল আফসার বলেন, আজকের এই মিলন মেলা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। যাদের সাথে একসাথে পড়ালেখা করেছিলাম তাদের সাথে আবার একসাথে দেখা হবে এটা আসলে ভাবনার অতীত ছিলো। অনেকদিন পর সহপাঠীদের পেয়ে আনন্দময় সময় পার করেছি। এই স্মৃতি আজীবন মনের মনিকোঠায় জেগে থাকবে।

স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী তাসলিমা নোভা জানান, আমাদের বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে আগের আমাদের বড় ভাই-বোনদের একসাথে দেখে আমরা তাদের সাথে পরিচিত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। মেধাকে সঠিক ভাবে দেশ ও জাতির কল্যানে নিয়োজিত থাকতে হবে। অনলাইনে আসক্ত না হয়ে মেধা অর্জনের মাধ্যমে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। কোয়ালিটি এডুকেশন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।

এরআগে, শুক্রবার বিদ্যালয়টির প্রয়াত প্রতিষ্ঠাতা, দাতা, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট