সোনাগাজী প্রতিনিধি :-
ফেনীর সোনাগাজীতে জাকের পার্টির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক জনসভা ও র্যালি ৪ অক্টোবর (শনিবার) বিকেলে উপজেলার সিটি গেইট সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়।
জাকের পার্টি সোনাগাজী উপজেলা সভাপতি কমরেড আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জাকের পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।
যুব স্বেচ্ছা ফ্রন্ট, ফেনী জেলার মোস্তফা লিটন এর সঞ্চালনায় এতে প্রধান সমন্বয়কারী জাকের পার্টি ফেনী জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা রহিম উল্যাহ ভূঁঞা।
বিশেষ অতিথি ছিলেন- জাকের পার্টির বৃহত্তর নোয়াখালীর বিভাগীয় প্রধান মাস্টার আবুল কালাম মজুমদার। আরো উপস্থিত ছিলেন সভানেত্রী ফেনী জেলা জাকের পার্টি আলেয়া আক্তার পেয়ারা।
অনুষ্ঠান সমন্বয় করেন- ফেনী জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ভূঁঞা খোকা মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন- ফেনী জেলা যুব ফ্রন্ট সভাপতি মুন্সি মুছা মিয়া, জেলা শ্রমিক ফ্রন্ট সভাপতি শহীদ উল্যাহ, সোনাগাজী উপজেলা কমিটির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাওলানা মুবারক হোসেন, সোনাগাজী উপজেলা যুব ফ্রন্ট সভাপতি মোঃ শেখ ফরিদ রিপন প্রমূখ।
আলোচনা সভায় বক্তাগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।