1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিদ্দিক আল মামুন সম্পাদিত ‘দৈনিক আলোকিত গণমাধ্যম’-এর ডিক্লারেশন লাভ ৯ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আয়োজন উপলক্ষে ফেনীতে সাধারণ সভা অনুষ্ঠিত চরমজলিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সমাবেশ অনুষ্ঠিত ফেনী ছাগলনাইয়ায় ৪০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি ফুলগাজীতে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা সভা ফেনী তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা সোনাগাজীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত নেয়াজপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের নতুন অফিস উদ্বোধন বর্ণিল আয়োজনে মমারিজপুর হাইস্কুলের সুবর্ণজয়ন্তীতে নবীন প্রবীণের মিলন মেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, দাগনভূঁঞা উপজেলার আলোচনা ও পরিচিতি সভা

চরমজলিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

সোনাগাজী প্রতিনিধি :-
ফেনীর সোনাগাজী উপজেলার ১নং চরমজলিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (১১ অক্টোবর ২০২৫) চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চরমজলিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মোঃ আব্দুল হাই আনোয়ারী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কাজী মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামী’র আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মুফতি আবদুল হান্নান। তিনি বলেন, “আগামী দিনে দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি না হয়, সে দিকে আমাদের সজাগ থাকতে হবে। জনগণের কল্যাণে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তিনি আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-০৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনের জামায়াতে ইসলামী’র সম্ভাব্য এমপি প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। তিনি বলেন, “আমরা একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে কাজ করছে।”

এছাড়া ফেনী জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবদুর রহিম বলেন, “দেশে পরিবর্তনের স্রোত বইছে, আমরা সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে চাই।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক হাবিবউল্লাহ বাহার (অফিস সম্পাদক, ফেনী জেলা জামায়াতে ইসলামী), সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোস্তফা, মাওলানা আবু জাফর (সহকারী সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী)
এ সময়র আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা সেক্রেটারি এস এম বদরুদ্দোজা, মাষ্টার শফিউল্লাহ, ব্যবসায়ী গোলাম রসুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশের শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট