ফেনী প্রতিনিধি :-
শনিবার (১১ অক্টোবর) রাতে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে আগামী ৯ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আয়োজন উপলক্ষে দায়িত্বশীল, সম্পাদক মন্ডলী ও সাধারণ সদস্যবৃন্দের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা ফেনী কমিটির সভাপতি মাওলানা মো. আবদুল ফাত্তাহ সভাপতিত্ব করেন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ সঞ্চালনা করেন।
উপস্থিত ছিলেন উপদেষ্টা হোসাঈন আহমদ, কমিটির সহ-সভাপতি হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ, হাফেজ আলী হোসাইন, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আইয়ুব, হাফেজ মাওলানা ওমর ফারুক ফরায়েজি, মাওলানা আব্দুল মতিন।
সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ রেজাউল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার আবু জাফর, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রশীদ আহমেদ মজুমদার, সহ আইন বিষয়ক সম্পাদক আরিফুর ইসলাম, প্রচার সম্পাদক তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, সহ তথ্য ও মিডিয়া সম্পাদক জুবায়ের আল মুজাহিদ, কামরুল হাসান নিরব, সাংস্কৃতিক সম্পাদক সানাউল্লাহ সাইমুম প্রমূখ।