ফেনী প্রতিনিধি :-
১৮ অক্টোবর শনিবার, বিকেলে খেলাফত মজলিস মনোনীত ফেনী ২ আসনের এমপি পদপ্রার্থী সংগঠনের যুগ্ম মহাসচিব প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল শহরের এস.এস.কে রোডে দেয়ালঘড়ি মার্কার সমর্থনে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন, এবং স্মার্ট ফেনী ২ গড়তে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান৷
এসময় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, সহসভাপতি মাওলানা মাইন উদ্দিন চৌধুরী, সেক্রেটারি মাওলানা সানা উল্লাহ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, মুহাম্মদ সাইফুল্লাহ ভুঁইয়া, ফেনী পৌর সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা করিমুল্লাহ ভুঁইয়া, মাওলানা হাসান মোহাম্মদ ওলি উল্লাহ।