
ফেনী প্রতিনিধি :-
ফেনী জেলার পরিবহন ব্যবসার বড় শিল্প এবং অন্যতম গণপরিবহন সিএনজি অটোরিকশার প্রকৃত মালিকদের নিয়ে প্রথমবার আত্মপ্রকাশ করলো ‘সিএনজি মালিক সমিতি’।
বুধবার দুপুরে রৌশন কমিউনিটি সেন্টারে জেলার সিএনজি মালিকদের উপস্থিতিতে কোষাধ্যক্ষ আবদুল্লাহ মিয়াজির সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও নির্বাহী সদস্য নজির আহম্মদ রতন, সভাপতি মওদুদ আহম্মদ রনি, সাধারণ সম্পাদক দীন ইসলাম, সিনিয়র সহ সভাপতি জাকের হোসেন স্বপন।
সভা সঞ্চালনা করেন, কমিটির দপ্তর সম্পাদক আলাউদ্দিন রুমন।
বক্তারা বলেন, এই সমিতি সম্পুর্ন অরাজনৈতিক। মালিকদের অধিকার সংরক্ষণই প্রধান লক্ষ্য। শ্রমিক সংগঠনের মতো রাস্তায় দাঁড়িয়ে কোনো চাঁ*দা আদায় হবে না, বরং চাঁ*দাবাজি বন্ধে উদ্যোগ গ্রহণ করা হবে। সিএনজির স্থায়ী স্ট্যান্ডের দাবিসহ যা’নজ’ট নিরসনে প্রশাসনকে সহযোগিতা, প্রয়োজনে শহরের গুরুত্বপূর্ণ মোড় মহিপাল, ট্রাংক রোড, সদর হাসপাতাল মোড়ে মালিক সমিতির পক্ষ থেকে লাইনম্যান নিয়োগ করা হবে। পরিচিতি সভায় জেলার দুই শতাধিক অটোরিকশার মালিক উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে মওদুদ আহম্মদ রনি কে সভাপতি ও দীন ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
৩১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি জাকের হোসেন স্বপন, মো. মির হোসেন, মো.গোলাম আযম, সহ সাধারণ সম্পাদক আবদুল হালিম সুমন, ফজলুল হক, খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবির, সহ সাংগঠনিক সম্পাদক মির হোসেন মানিক, প্রচার সম্পাদক আবু আহাম্মদ, সহ প্রচার সম্পাদক মো.আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন রুমন, সহ দপ্তর সম্পাদক আনোয়ার উল্ল্যাহ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ মিয়াজি, সহ কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাইনউদ্দিন।