ফেনী প্রতিনিধি :-
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩:৩০ মিনিটে ফুলগাজী মুনসিরহাটে খেলাফত মজলিস মনোনীত ফেনী ১ আসনের এমপি প্রার্থী মাওলানা আজিজ উল্লাহ আহমদী দেয়ালঘড়ি মার্কার সমর্থনে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মাইন উদ্দিন চৌধুরী, ফুলগাজী উপজেলা সভাপতি মাওলানা সফি উল্লাহ, সহসভাপতি মাওলানা ইউনুস ভুঁইয়া, সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা আবদুল ওহহাব, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি আবদুল আউয়াল রাকিব, মুনসীরহাট ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমূখ।