সোনাগাজী প্রতিনিধি :-
আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা ফেনীর সোনাগাজী উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ।
অনুষ্ঠানে মাওলানা ওবায়দুল্লাহ কে আহবায়ক এবং মাওলানা আশ্রাফ আলী কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মাঈন উদ্দিন, যুগ্ম আহবায়ক মাওলানা ক্বারী ফখরুল ইসলাম, মাওলানা নুরুল আলম, সদস্য মাহবুবুল হক মামুন, মুহাম্মদ হারুন, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবু সাইদ,  মাওলানা এমরান হোসাইন, মাওলানা ইসমাইল।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার জেলা সভাপতি মাওলানা আব্দুল ফাত্তাহ, সহ সভাপতি মাওলানা আবু আইয়ুব হেলাল, মাওলানা ওমর ফারুক ফরায়জী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার আবু জাফর, দপ্তর সম্পাদক হাফেজ জহীরসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।