
শহর প্রতিনিধি :-
তফসিল ঘোষণার আগে গণভোট আয়োজন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য সাংবিধানিক আদেশ জারি, জুলাই সনদের আলোকে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা।
চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ চত্বরে সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, উপদেষ্টা ও ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা মীর আহমেদ মীরু, জেলা সেক্রেটারি ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা একরামুল হক ভূঁইয়া, ফেনী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে যে সংস্কারের সুযোগ তৈরি হয়েছিল, সরকার তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। সংস্কারের নামে প্রণীত জুলাই সনদ নোট অব ডিসেন্টের কারণে সংস্কারের দলিল না হয়ে রাজনৈতিক মতামতের দলিলে পরিণত হয়েছে। এখনো সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারিত হয়নি। অন্যদিকে ফ্যাসিবাদের দোসরদের বাড়াবাড়ি সীমা ছাড়িয়েছে, কিন্তু তাদের বিচারের উদ্যোগ দেখা যাচ্ছে না।
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে উৎসর্গিত রক্তের দায় শোধ করতে রাজপথে থাকা ছাড়া বিকল্প নেই। ৫ দফা দাবিতে দেশজুড়ে আজকের কর্মসূচি পালন করা হচ্ছে। যদি তাতেও সরকারের বোধোদয় না ঘটে, তাহলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।