ফেনী প্রতিনিধি :-
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
 
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের মিজান ময়দান থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হয়।
 
এ সময় র্যালিটি মিজান রোড, কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মাঠ সংলগ্ন শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
 
এর আগে মিজান ময়দানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খোন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত এবং যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল)।
 
এ সময় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুব সমাজকে সংগঠিত করে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে যুবদল।”
 
ফেনীতে ৪ দিনব্যাপি কর্মসূচির আজ প্রথম দিন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ২৮ অক্টোবর ফুলগাজীতে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, ২৯ অক্টোবর ফেনী মুক্তবাজারে গরীব মানুষের জন্য ‘এক টাকার বাজার’ ৩১ অক্টোবর শিল্পকলা একাডেমিতে কর্মশালা এবং নতুন ওয়েবসাইট উদ্বোধন।
 
নেতারা জানান, “যুবদল সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাবে।”