শহর প্রতিনিধি :-
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার ২০২৪-২৫ রোটাবর্ষের সভাপতি রোটার্যাক্টর মাহিউদ্দিন পারভেজ ও সেক্রেটারি রোটার্যাক্টর আবু সাহেদ সাব্বিরের পরিচালনায় ১৫৬ তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার চার্টার প্রেসিডেন্ট রোটার্যাক্টর তাহমিনা ফেরদৌস লাবনি, পাস্ট প্রেসিডেন্ট রোটার্যাক্টর হৃদয় সাহা ও রোটার্যাক্ট ক্লাব অব ফেনী— এর আইপিপি রোটার্যাক্টর শেখ মোহাম্মদ ইশতিয়াক।
সভায় ক্লাবের নতুন প্রজেক্ট সম্পর্কে দিকনির্দেশনামূলক এবং আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে রোটার্যাক্ট ক্লাবের কার্যক্রম সম্পর্কিত তথ্যবহুল বক্তব্য দেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটার্যাক্টর তাহমিনা ফেরদৌস লাবনি এবং পাস্ট প্রেসিডেন্ট হৃদয় সাহা।
এছাড়া শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী— এর আইপিপি রোটার্যাক্টর শেখ মোহাম্মদ ইশতিয়াক এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এরপর সভাপতি রোটার্যাক্টর মহিউদ্দিন পারভেজ সেপ্টেম্বর মাসের “Best Rotaractor of The Month” ঘোষণা করেন। এতে Best Rotaractor of The Month নির্বাচন হোন ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর বেলাল ভূঁইয়া এবং চার্টার প্রেসিডেন্ট রোটার্যাক্টর তাহমিনা ফেরদৌস লাবনি, পাস্ট প্রেসিডেন্ট রোটার্যাক্টর হৃদয় সাহা ও রোটার্যাক্ট ক্লাব অব ফেনী— এর আইপিপি রোটার্যাক্টর শেখ মোহাম্মদ ইশতিয়াক এর মাধ্যমে তার হাতে পুরষ্কার তুলে দেন।
উক্ত সভায় ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।