
শহর প্রতিনিধি :-
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ফেনী শহরের কিং অব কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেনী জেলার কাউন্সিল অধিবেশন ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম ফেনী জেলার সাবেক সভাপতি মাওলানা মুহাদ্দিস আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেনী জেলার যুগ্ম-আহ্বায়ক মাওলানা মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুর রব ইউসুফী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যুগ্ম-মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি মাহমুদুল হাসান মাসুদ মাসরুর।
আরো বক্তব্য রাখেন ফেনী জেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলার শীর্ষ উলামায়ে কেরামগণ।
কাউন্সেলে ৬২ সদস্য বিশিষ্ট ফেনী জেলার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন শায়খুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।