
সদর প্রতিনিধি :-
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংস্থাটির ফেনী জেলা শাখার উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় ফেনী সদর উপজেলার লস্কর হাট বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কনকনে শীতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে শতাধিক শীতার্ত মানুষের মাঝে উন্নত মানের শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা শাখার আহবায়ক এম. মোকছুদুর রহমান মিয়াজী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সদস্য ও সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী,
জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য আলমগীর হোসাইন,
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম ভূঞা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বলেন,
“মানবাধিকার কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ কোনো বিষয় নয়; বাস্তব জীবনে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এসব মৌলিক চাহিদা পূরণে সহযোগিতা করা মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মানবিক, নৈতিক ও সময়োপযোগী উদ্যোগ।”
তিনি আরও বলেন,
“এই শীতে অনেক মানুষ চরম কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক দায়বদ্ধতা থেকেই হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সারাদেশে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এই সংগঠন মানবকল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করবে বলে আমি আশা করি।”
সভাপতির বক্তব্যে এম. মোকছুদুর রহমান মিয়াজী বলেন,
“হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সবসময় মানুষের অধিকার ও মানবিক মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যেই আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন,
“মানবতার সেবাই আমাদের মূল আদর্শ। ফেনী জেলা শাখা সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও আমরা স্বাস্থ্যসেবা, মানবাধিকার সচেতনতা এবং সামাজিক সহায়তামূলক কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাব।”
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও সমাজকল্যাণমূলক এই কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।