1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেনী জেলার কাউন্সিল অধিবেশন ফেনীতে এবি পার্টির গণসংযোগ ফাজিলপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধলিয়ার বালুয়া চৌমুহনীতে দোয়া মাহফিল বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন দাগনভূঁঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফেনীতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদান বিতরণ ফেনীতে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আবদুস সালাম এর সাথে জিয়া মঞ্চের সৌজন্য সাক্ষাৎ নবাবপুরে ইসমাইল চেয়ারম্যান সড়কের উদ্বোধন

ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪৯২ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি:-
ফেনী শহরে একটি চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ফেনী জেলা শাখা। রবিবার সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে আইএইচআরসি ফেনী জেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফেনীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, কোনো সরকারই অদ্যাবধি এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে, চায়নার অর্থায়নে একটি ফ্রেন্ডশীপ হাসপাতাল ফেনীতে নির্মিত হলে তা এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ বয়ে আনবে।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রস্তাবিত হাসপাতালটি নির্মিত হলে কেবল ফেনী নয়, পার্শ্ববর্তী নোয়াখালী জেলার মানুষও উন্নত চিকিৎসা সেবা পাবেন। এর ফলে রোগীদের উন্নত চিকিৎসার জন্য কষ্ট করে ঢাকা বা চট্টগ্রামে যেতে হবে না। অনেক সময় দূরত্ব এবং যাতায়াতের অসুবিধার কারণে পথেই রোগীর মৃত্যু ঘটে, যা অত্যন্ত বেদনাদায়ক। এই হাসপাতাল প্রতিষ্ঠা হলে এমন দুঃখজনক ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

মানববন্ধন থেকে দলমত নির্বিশেষে সকলের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানানো হয়, যেন অনতিবিলম্বে ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার গুরুত্ব অনুধাবন করে দ্রুত পদক্ষেপ নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট