1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেনী মুহুরী লিও ক্লাবের গ্র‍্যান্ড ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত পরশুরামে প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে- মঞ্জু ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার কলার হ্যান্ডওভার ও ইয়ার লঞ্চিং মিটিং অনুষ্ঠিত ফরিদ উদ্দিন পাটোয়ারী জেলা যুবদলের সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল সোনাগাজী মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ফেনীতে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি রোটারী বর্ষবরণ উপলক্ষে ফেনীতে মৌসুমি ফল ও গাছের চারা বিতরণ সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শহীদ, সম্পাদক রহিম, কোষাধ্যক্ষ হেদায়েত

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি :-

ফেনীতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে ৩টা ৩০ মিনিটের সময় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ফেনী জেলার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলার সমন্বয়ক অ্যাডভোকেট শাহাজালাল ভূঁইয়া সবুজ। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ছাগলনাইয়া উপজেলার আহ্বায়ক রফিক আলীর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন খাঁন নয়ন। জেলা ফারিয়া’র সদস্য সচিব খুরশিদ আলম, ছাগলনাইয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন গাজী, শিক্ষানবিশ আইনজীবী আনোয়ার, আইএইচআরসি ছাগলনাইয়া উপজেলার সদস্য সচিব শেখ আবু সালে মাসুম পাটোয়ারী ও ছাগলনাইয়া আইএইচআরসি’র সিঃ যুগ্ম আহ্বায়ক একরামুল হক রানা। এ সময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট ফরিদ উদ্দিন নয়ন বলেন, বিগত সময়ে শহরের পাগলিছড়া খাল দখল করে ফেনী পৌরসভা মার্কেট নির্মাণ করায় শহরে স্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়।এবারের বন্যার জন্য দায়ী বাঁধ নির্মাণের ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনা, বল্লামুখা বাঁধ নির্মান ও মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের পাশাপাশি বাঁধ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জোর দাবি জানান। অনতিবিলম্বে সরকার যদি আমাদের দাবিসমূহ মেনে না নেয় তবে আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হবো।
অ্যাড. শাহজালাল ভুঁইয়া সবুজ বলেন- ২০২৪ সালের আগষ্ট মাসে ফেনীতে ভয়াবহ বন্যা হয়েছে। উক্ত ভয়াবহ বন্যায় ফেনীর মানুষ আর্থিকভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, বন্যায় শত শত ঘরবাড়ী বিলিন হয়েছে এবং ৩০ জনের মত মানুষ মৃত্যু বরণ করেছে। নাগরিক হিসেবে তারা বেঁচে থাকার যে অধিকার ছিলো, স্বাভাবিক ভাবে জীবন যাপন করার যে অধিকার ছিলো। বন্যার কারণে ফেনীর মানুষ সে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। রাষ্ট্রের উচিত ছিলো ২৪ সালের বন্যার পর নদী ভাঙ্গন স্থানে টেকসই বাঁধ নির্মাণ করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কার্যত কোন উদ্যোগ নিতে আমরা দেখিনি। এটা সত্যি দুঃখজনক। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ফেনীতে বন্যা স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণের জন্য জোর দাবী জানান। অন্যথায় ফেনীবাসীকে সাথে নিয়ে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক- ইফতেখার হোসেন, আইএইচআরসি’র সদস্য জসিম উদ্দিন ব্যাংকার, ইঞ্জিঃ এমদাদ হোসেন, ইশা খান, আবুল হোসাইন রাজা, জাহেদ, নাহিদ মজুমদার, সাইফুল্লাহ হৃদয়, মোঃ নাছির উদ্দিন, বেলায়েত হোসেন, সাহাব উদ্দিন, ওমর শরীফ বাদশাহ, টিপু ও দিদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট