ফেনী প্রতিনিধি :-
রবিবার ১৯ অক্টোবর ফরহাদনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুন্নাহার বেগমের ব্যাবস্থাপনায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত উন্মুক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মিজানুর রহমান, ইনচার্জ, বোগদাদিয়া তদন্ত কেন্দ্র, ফেনী মডেল থানা, ফেনী উপস্থিত থেকে ফরহাদনগর ইউনিয়ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার বিষয়ে আলোকপাত করেন। শীতের শুরুতে গরু চুরি প্রতিরোধ করতে পুলিশ সদস্যদের পাশাপাশি কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশ এবং জনসাধারনকে একযোগে কাজ করার আহবান জানান। অস্ত্র উদ্ধারের বিষয়ে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের ঘোষিত পুরস্কার অর্থাৎ অস্ত্র সংক্রান্তে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে (অস্ত্র অনুসারে সর্বনিন্ম ৫০,০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০,০০০ টাকা) পুরস্কার প্রদানের বিষয়টি অবহিত করেন। এছাড়া সভায় মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সকলে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।
উক্ত মিটিংয়ে ফরহাদনগর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল শিক্ষক, বাজার কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।