
শহর প্রতিনিধি :-
জুলাই সনদের বাস্তবায়ন আদেশসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে মিলিত হয়।
এ সময় জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মুফতি আবদুল হান্নান, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম শামছুদ্দীন, জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস সহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে।